Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বজনদের ডেকে উঠল ‘মৃত রোগী’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক রোগী। নাম সাবির মোল্লা। রাতেই তার বাড়িতে খবর যায় যে, সাবিরের মৃত্যু হয়েছে। শোকগ্রস্ত পরিবার পরদিন সকালে হাসপাতালে পৌঁছে সোজা যায় মর্গে। সেখানে লাশের খোঁজ করেন তারা। তখন আবার মর্গ থেকে বলা হয়, রোগীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তাই এভাবে লাশ হস্তান্তর করা যাবে না। কোভিড প্রটোকল মানতে হবে। ১১ এপ্রিল ওই রোগী ভর্তি হয় কলকাতার ন্যাশনাল মেডিকেলে। পরদিন সোমবার রোগীকে মর্গে না পেয়ে ফিরে যাচ্ছিলেন স্বজনরা। তখনই হাসপাতালের একটি বহুতল ভবনের বাথরুমের জানালা থেকে হঠাৎই রোগী তার এক পরিজনের নাম ধরে ডাকতে থাকেন। তাতে চমকে যান বাড়ির লোকেরা। তারা দেখেন, সাবির তো দিব্যি বেঁচে রয়েছে। উপরে ওয়ার্ডে যাওয়ার অনুমতি নেই। তাই কিছুটা হতভম্ব হয়ে তারা ফের হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত রোগী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ