বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।এর আগে গত মঙ্গলবার নমুনা পরীক্ষার জন্য উপজেলা হাসপাতাল থেকে তার স্যাম্পল নেয়া হয়।কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর থেকে ইউএনও মোশারফ হোসেন তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নেছারাবাদ সহকারী কমিশনার ভূমি মো. বশির গাজী জানান, জেনেছি এখন পর্যন্ত আল্লাহর রহমতে তার শারীরিক অবস্থা ভাল আছে। ভয়ের কোন কারণ নেই।
গত ২০২০ সালে ইউএনও মোশারফ হোসেন মহামারি করোনাকালীন সময়ে এ উপজেলায় যোগদান করেন। সে থেকেই তিনি অত্র উপজেলা করোনা মুক্ত রাখতে নিজের কথা না ভেবে করোনার বিরুদ্ধে লড়াই করেছেন। এজন্য তিনি উপজেলার সর্বজনের কাছে একজন অকুতভয় করোনা যোদ্ধা হিসিনে পরিচিতি পেয়েছেন।
এদিকে ইউএনও মোশারফ হোসেন সহ উপজেলায় করোনা আক্রান্ত সংখ্যা মোট ১৪ জনে দাড়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।