Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারলেও সলিডারিটি কাপ খেলবে বাংলাদেশ

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানের বিপক্ষে ফিরতি ম্যাচে হারলে সলিডারিটি কাপে খেলবে বাংলাদেশ। আগামী ১০ অক্টোবর ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত এ ম্যাচ। ঘরের মাঠে লাল-সবুজরা হোম ম্যাচে ভুটানের সঙ্গে গোলশূণ্য ড্র করায় অ্যাওয়ে ম্যাচে তাদেরকে জিততেই হবে। তাহলেই লাল-সবুজরা খেলতে পারবে এশিয়ান কাপের বাছাই পর্বে। আর যদি তারা হেরে যায় তাহলে বাদ পড়বে এশিয়ার সর্ববৃহৎ টুর্নামেন্টের বাছাই পর্ব থেকে।
বাছাইয়ের প্লে-অফ পর্ব থেকে যে সব দেশ ঝরে পড়ছে তাদের নিয়েই সলিডারিটি কাপ টুর্নামেন্টের আয়োজন করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বৃহস্পতিবার এএফসির কার্যালয়ে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। আগে থেকেই এ টুর্নামেন্টে এন্ট্রি দিয়ে রেখেছিল বাংলাদেশ। বাছাই পর্বের প্লে-অফে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ড্র করলেও ভুটান সলিডারিটি কাপে এন্ট্রি দেয়নি। ফলে বাংলাদেশ যদি ভুটানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় পায় তাহলে টুর্নামেন্টটি হবে আট দলের। আর যদি লাল-সবুজরা হেরে যায় তখন নয় দলকে নিয়ে গড়াবে সলিডারিটি কাপ। এক গ্রæপে থাকবে পাঁচ দল। অন্য গ্রæপে চারটি। বাংলাদেশ পাঁচ দলের গ্রæপে ‘এ’ তে পড়বে। এই গ্রæপে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেপাল, পাকিস্তান, ব্রæনাই দারুস সালাম, তিমুর লিস্তে অথবা চায়নিজ তাইপে। ‘বি’ গ্রæপের দলগুলো হলো- শ্রীলংকা, ম্যাকাও, মঙ্গোলিয়া ও মালদ্বীপ অথবা লাওস। এই টুর্নামেন্টে বাংলাদেশ খেললে ফরম্যাট ভিন্ন হবে। তখন দুই গ্রæপের শীর্ষ দু’দল ফাইনাল খেলবে। কোনো সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ হবে না। আর বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই নিশ্চিত করলে দুই গ্রæপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও হবে। ২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে প্রথম সলিডারিটি কাপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হারলেও সলিডারিটি কাপ খেলবে বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ