মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ইয়েমেনে অভিযান পরিচালনার দায়িত্বে থাকা রিয়াদের নেতৃত্বাধীন সামরিক জোট এ তথ্য জানায়। সামরিক জোট জানিয়েছে, বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে ইয়েমেনি বিদ্রোহীদের নিক্ষিপ্ত পাঁচটি ব্যালিস্টিক মিসাইল ও চারটি ড্রোন ধ্বংস করেছে সউদী বিমান প্রতিরক্ষা বাহিনী। জোটের মুখপাত্র তুরকি আল-মালিকি বলেছেন, দেশটির উত্তরে ইয়েমেনের সা’দা প্রদেশের বিদ্রোহীদের ঘাটি থেকে সউদী আরবের দক্ষিণের শহর জিজান অভিমুখে এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করা হয়। তিন আরও বলেন, জিজান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সেখানে ছোটো আকারে আগুন লেগে গেলে তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র : সউদী গেজেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।