মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইকে ১৪ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। অনুমতি না নিয়ে সমাবেশ আয়োজনের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেওয়া হয়। ২০১৯ সালে গণতন্ত্রপন্থীদের বড় ধরনের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া অ্যাক্টিভিস্টদের সঙ্গে আদালতে হাজির করা হয় কোটিপতি লাইকে। ৭৩ বছরের এই ব্যবসায়ী অ্যাপল ডেইলি-এর প্রতিষ্ঠাতা। এই পত্রিকাটি চীনের কট্টর সমালোচক।
হংকংয়ের অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে চীনের ক্রমাগত নজরদারি বৃদ্ধির প্রেক্ষাপটে জিমি লাইয়ের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হলো।
শুক্রবার আরও বেশ কয়েকজন অ্যাক্টিভিস্টকে ২০১৯ সালের ১৮ ও ৩১ আগস্ট দুটি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সাজা দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রবীন প্রচারক মার্টিন লি (৮২), আইনজীবী মার্গারেট এনজি (৭৩)। মার্গারেটের সাজা বাতিল করা হয়েছে। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।