Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেন-মুন সাক্ষাৎ মে মাসে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী মাসে ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে সাক্ষাত করার কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। মার্কিন প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন মে মাসের দ্বিতীয় ভাগে হোয়াইট হাউসে রিপাবলিক অব কোরিয়ার প্রেসিডেন্ট মুনকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।’ পিসাকি বলেন, উভয় পক্ষ ‘এখন চ‚ড়ান্ত তারিখ নির্ধারণ করতে যাচ্ছে।’

বাইডেনের দায়িত্ব গ্রহণের পর বিদেশি কোন নেতা হিসেবে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের পর হবে মুনের এ সফর। পিসাকি বলেন, বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বকে আরো অনেক শক্তিশালী করতে চায়। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন-মুন সাক্ষাৎ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ