মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের শাসক গোষ্ঠীর সিনিয়র নেতা জানিয়েছেন এবারের টোকিও অলিম্পিক্স করোনাভাইরাস অতিমারির জেরে বাতিল হতে পারে। গত বছর নির্ধারিত সময় করোনা ভাইরাসের কারণে টোকিও অলিম্পিক্স আয়োজন করা যায়নি। তারইমধ্যে চিন্তা বাড়িয়েছে জাপানে করোনাভাইরাস অতিমারি সংক্রমণের চতুর্থ ঢেউ। এখনও জাপানে অলিম্পিক্সের ১০০ দিন ঠিক বাকি তার মধ্যেই করোনা সংক্রমণ ফের একবার প্রবল ভাবে বৃদ্ধি পাচ্ছে। লিবারেল ডেমোক্রেমটিক পার্টির সাধারণ সম্পাদক তোশিহিরো নিকাই সম্প্রচারকারী চ্যানেলকে বলেছেন, ‘যদি দেখি এটা করা অসম্ভব হয়ে যাচ্ছে তাহলে সিদ্ধান্ত নিতে হবে এটা বন্ধ করার’।
বাতিল করে দেওয়া নিশ্চিতভাবে একটা অপশন বলে জানিয়েছেন নিকাই। তিনি আরও বলেছেন, ‘যদি অলিম্পিক্স থেকে সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে কিসের জন্য অলিম্পিক্স’।
জাপানি প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা-র পক্ষের হেভিওয়েট নেতা নিকাই স্পষ্ট কথা বলার জন্য চর্চিত। যেখানে শাসকগোষ্ঠীর অনেক নেতা এই উতপ্ত বিষয়টি নিয়ে কথা বলা এড়িয়ে যান সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন পুরোপুরি বাতিল করে দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। পৃথিবীর বৃহত্তম স্পোর্টিং ইভেন্ট একবছরের জন্য ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি কোনও আন্তর্জাতিক দর্শক অলিম্পিক্স দেখতে পাবেন না জাপান প্রশাসন এই কথাও অনেকদিন আগেই জানিয়ে দিয়েছে। জাপান করোনা ভাইরাস অতিমারির চতুর্থ ঢেউয়ের সঙ্গে প্রবলভাবে লড়াই করছে। টোকিওতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। সরকার এমার্জেন্সি এই মুহ‚র্তে শেষ করেছে। নিউজ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।