Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে সাংবাদিক ও আইনের লোক পরিচয়ে চাঁদা আদায়কালে ৩ জন আটক

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ৭:২২ পিএম

সাংবাদিক ও আইনের লোক পরিচয় দিয়ে রাতের আঁধারে মাছবাহী ট্রাকে চাঁদা আদায়কালে ৩জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃতরা বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় দিয়ে এ ধরণের কাজ করছে দীর্ঘদিন ধরে। আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নেয়া হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল (শুক্রবার) মতলব উত্তর থানাধীন আমিরাবাদ গ্রামের মাছ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ভর্তি করা পিকআপ নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে মতলব উত্তর থানাধীন ঠেটালিয়া সোলেমান শাহ ফিলিং স্টেশনের সামনে বেড়ীবাঁধের উপর পৌছালে আসামী মোঃ শফিকুল ইসলাম ওরফে রিংকু (৩৭), পিতা- মৃত রফিকুল ইসলাম, মাতা- মৃত সুফিয়া, সাং- ঘাসিরচর, পোঃ নিশ্চিন্তপুর, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর এ/পি ৫৫৬ এ মধ্য কলাদি, মসজিদ সংলগ্ন, থানা- মতলব দক্ষিন। মো. সোহেল সরকার (৩২), পিতা- মৃত আউয়াল সরকার, মাতা- সাহারা বেগম, সাং- বাইশপুর, পো. মতলব দক্ষিন, থানা- মতলব দক্ষিন, জেলা- চাঁদপুর ও মো. মাসুম সরকার (৩৬), পিতা- নওয়াব মিয়া সরকার, মাতা- বিলকিস বেগম, সাং- বাইশপুর, পো. মতলব দক্ষিন, থানা- মতলব দক্ষিন, জেলা- চাঁদপুর’সহ অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি পিকআপটি সিগন্যাল দিয়া থামাইয়া পিকআপটি অবরুদ্ধ করে এবং নিজেদেরকে সাংবাদিক ও আইনের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। আসামীরা বিভিন্ন হুমকি ধমকী প্রদর্শন করত: মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর এর নিকট হইতে চাঁদা আদায় করিয়া আসামীরা দাউদকান্দির দিকে যাওয়ার পথে স্থানীয় লোকজন আসামীদেরকে অত্র থানাধীন টরকী দর্জি বাড়ীর সামনে হইতে আটক করে। মতলব উত্তর থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ আসামীদের নিয়ে আসে ও উক্ত বিষয়ে মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর বাদী হইয়া এজাহার দায়ের করিলে আসামীদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিভিন্ন সময় আটককৃত আসামীরা বিভিন্ন মালবাহী ট্রাকে সাংবাদিক ও আইনের লোক দাবী করে চাঁদা আদায় করতো। মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর এর নিকট হইতে চাঁদা আদায় করে আসামীরা দাউদকান্দির দিকে যাওয়ার পথে স্থানীয় লোকজন আসামীদেরকে টরকী দর্জি বাড়ীর সামনে হইতে আটক করে পুলিশকে খবর দিলে তাদের গ্রেফতার করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ