Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে জুম’আর নামাজে করোনা থেকে মুক্তির প্রার্থনা মুসল্লীদের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ৪:২৫ পিএম

করোনা মহামারি থেকে মুক্তির প্রার্থনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ এপ্রিল) মুসল্লীরা আদায় করলেন সিলেটে রমজানের প্রথম জুমা। নামাজের আগে খুতবায় করোনা ভাইরাস থেকে মুক্তিতে সাবধানতা অবলম্বনের সতর্কবার্তা দেন মসজিদের ইমাম ও খতিবরা। নামাজের পর করোনা থেকে মুক্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। সরকারি নির্দেশনা অনুযায়ী শারীরিক দূরত্ব মেনেই পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবারে মসজিদগুলোতে ছিল উপচে পড়া ভিড় মুসল্লিদের। এছাড়া বিভিন্ন মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে দেখা যায়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করা হয় মোনাজাতে।

ওইদিন সিলেটের হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ, শাহপরাণ (রহ.), সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কালেক্টর মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, সাদার পাড়া জামেয়া মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদসহ সিলেটের প্রত্যেক মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। দরগাহ মসজিদে মানুষের ঢল নামে অনুষ্ঠিত জুমার নামাজে। মসজিদের ভেতর থেকে বাহির পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায় জুমার নামাজের আগেই। সিলেটের বিভিন্ন স্থান থেকে নামাজের প্রায় ২ ঘণ্টা পূর্বে মসজিদে উপস্থিত হন অনেকেই। প্রবেশের সময় স্বাস্থ্যবিধি অনুসরন করে প্রবেশ করেন মুসল্লীরা। লকডাউনের কারণে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে মুসল্লিরা পায়ে হেঁটে হাজির হন মসজিদে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোয়া কামনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ