পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) চেয়ারম্যান ও দারুল উলুম হাটহাজারীর মুহতামিম শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ। তিনি বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) রয়েছেন। তিনি গত ক’দিন ধরে শারীরিক দুর্বলতা অনুভব করছেন।
দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তার বয়স ৯০ বছর। গত শনিবার বেশি দুর্বল হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়। হেফাজত আমীরের ছেলে মাওলানা আনাস মাদানী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গতকাল জানান, চিকিৎসকরা জানিয়েছেন আল্লামা শফীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে আল্লামা শাহ্ আহমদ শফীর আশু সুস্থতার জন্য দেশবাসীকে মহান আল্লাহর নিকট দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।