Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

নারী দলের জয়, পুরুষদের ড্র

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিশ্ব দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগের ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুরুষ দল ২-২ পয়েন্টে ড্র করেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। অন্যদিকে মহিলা দল ৪-০ পয়েন্টে হারিয়েছে মরক্কোকে। বৃহস্পতিবার আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আরব আমিরাতের ফিদে মাস্টার সায়িদ ইসহাককে এবং গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ফিদে মাস্টার আলহুয়ার জাসিমকে হারালেও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব গ্র্যান্ড মাস্টার সালেম এআর সালেহয়ের কাছে এবং গ্র্যান্ড মাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব আন্তর্জাতিক মাস্টার ওমর নোমানের কাছে হেরে যান। ওপেন বিভাগে বাংলাদেশ দল ৭ ম্যাচ পয়েন্ট ১৫ গেম পয়েন্ট পেয়েছে। মহিলা বিভাগের খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা মরক্কোর আন্তর্জাতিক মহিলা মাস্টার রানিয়া সবাইকে, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন মায়ার ইলড্রিস ফিরদাউসকে, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা আউয়ি বেলগিটি চাইমাকে এবং মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ইব্রাহিমি খাদিজাকে হারান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী দলের জয়

১০ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ