Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লড়াইটা ডাগআউটেও

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দ্বৈরথের শুরুটা সেই লা লিগার হাত ধরে। একজন ছিলেন সর্বজয়ী বার্সেলোনায়, অন্যজন চীরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদে। কেউই অবশ্য বর্তমানে সেই ঠিকানায় নেই। ফুটবলও তাই দীর্ঘ দিন তাদের অনন্য সুন্দর দ্বৈরথ থেকে বঞ্চিত। কিন্তু সময়ের ভেলায় আবারো তারা ভিড়েছেন একই ঘাটে। বার্সেলোনা থেকে মিউনিখ ঘুরে পেপ গার্দিওলা এখন ম্যানচেস্টারে। মাদ্রিদ থেকে লন্ডন হয়ে হোসে মরিনহোও এখন একই ঠিকানায়। তবে দু’জনার ঘর আলাদা। সিটির দায়িত্বে পেপ, হোসে ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে যোগ দেয়ার পর থেকেই ভক্তদের তর সইছে না দুই মহারথীর দ্বৈরথ দেখার জন্য। এবার ফুরোলো সেই অপেক্ষার পালা। ওল্ড ট্রাফোর্ডে আজ বিকালেই মুখোমুখি হচ্ছেন পেপ-হোসে।
এমনিতে ম্যানচেস্টার ডার্বির উত্তাপ একটু বেশিই। এর সাথে সময়ের সেরা দুই কোচের দ্বৈরথ যোগ হয়ে লড়াইটা পেয়েছে নতুন মাত্রা। ব্যাপারটা এমন নয় যে, এই ম্যাচ জিতলে সিটি কিংবা ইউনাইটেডের মৌসুমের শিরোপা নির্ধারণ হয়ে যাবে। এটা হল দুই নগর প্রতিদ্ব›দ্বীর ইতিহাস, ঐতিহ্য আর অহমের লড়াই। আর সাইড লাইনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এর চেয়ে ভালো উপলক্ষ আর কি হতে পারে।
দু’জনের প্রথম দেখা হয়েছিল অর্ধযুগেরও আগে চ্যাম্পিয়ন্স লিগে। মোরিনহোর ইন্টার মিলানের সাথে ম্যাচটি ড্র করেছিল গার্দিওলার বার্সা। তবে দ্বৈরথের শুরুটা লা লিগার হাত ধরেই। সেই স্মৃতি নিশ্চয় ভুলে যেতে চাইবেন মোরিনহো। পর্তুগিত কোচের রিয়াল মাদ্রিদকে সেদিন ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল গার্দিওলার বার্সেলোনা। মেসি-জাভি-ইনিয়েস্তাদের সামনে দাঁড়ানোর দলই তখন খুঁজে পাওয়া ছিল দায়। শুরুর সেই অধিপত্য এখনো ধরে রেখেছেন সিটি গুরু। দু’জনের ১৬ বারের মুখোমুখিতে গার্দিওলার জয় ৭টি, মোরিনহোর ৩টি। বাকি ৬ ম্যাচ ড্র। গোল সংখ্যায়ও ২৮-১৮ ব্যবধানে এগিয়ে গার্দিওলা। শেষ যখন তারা মুখোমুখি হন গার্দিওলা তখন বায়ার্নে, মরিনহো চেলসিতে। উয়েফা সুপার কাপের সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। পরে পেনাল্টিতে জিতে যায় গার্দিওলা।
প্রিমিয়ার লিগে নতুন ক্লাবে দু’জনেরই অভিষেক হল এবার। দু’জনেই শুরুটা করেছেন দুর্দান্ত। নতুন কোচের হাত ধরে দু’দলই নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের লিগের মত প্রথম তিন ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট আদায় করে নিয়েছেন। গোল ব্যবধানে অবশ্য সিটিই এগিয়ে। ইউনাইটেডের প্রথম কোচ হিসেবে প্রথম চার ম্যাচেই জয় পেয়েছেন মোরিনহো। সিটিতেও প্রথম কোচ হিসেবে শুরুর ৫ ম্যাচেই জয় পেয়েছেন গার্দিওলা। কিন্তু আজ একজনের থামার পালা।
পরিসংখ্যান অবশ্য সিটির থামার ব্যাপারেই যুক্তি দেয়। ডার্বিতে টানা চার ম্যাচ জয়ের পর এখন টানা চার ম্যাচ হারের মুখে ইতিহাদেও দলটি। এমনিতেই ম্যাচটি হবে ইউনাইটেডের ডেরায়। তারপর দলের প্রধান তারকা সার্জিও আগুয়েরোকে পাচ্ছে না সিটি। তিন ম্যাচ নিষেধাজ্ঞার ঘড়গে আর্জেন্টাইন স্ট্রাইকার। ইউনাইটেডের বিপক্ষে ৮ লিগ ম্যাচে ৭ গোল তার। ওদিকে বার্সা থেকে সিটিতে নাম লেখানো ক্লাদিওর ব্রাভোর সক্ষমতা সম্পর্কে কোন প্রশ্ন নেই। কিন্তু সব স্বতীর্থদের সাথে এখনো অনুশীলনেরও সুযোগ পাননি চিলিয়ান গোলরক্ষক। সাথে আছে চোট সমস্যা। দুদিন অবশ্য অনুশীলন করেছেন দলের সাথে। তাই এই ম্যাচ দিয়ে তার অভিষেকের সম্ভবনাও কম। তবে আশার খবর হল দীর্ঘ দিন পর অনুশীলনে ফিরেছেন দলের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। তবে তাকে খেলানো হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে দল যাই হোক গার্দিওলা তার স্বাভাবিক খেলাটাই খেলতে চান, ‘আমরা স্বাভাবিক খেলেই জিততে চাই। জিততে হলে আপনাকে ভালো ফুটবল খেলতে হবে। এখন থেকে ক্যারিয়ারের শেষ সময় পর্যন্ত আমি এই মন্ত্রেই বিশ্বাস করি।’
ইউনাইটেডে আলোচনায় থাকবে আরো একটি নাম- জøাতান ইব্রাহিমোভিচ। এই ম্যাচ দিয়েই ম্যানচেস্টার ডার্বিতে অভিষেক হবে সাবেক সুইডিশ তারকার। প্রতিপক্ষ কোচও তার প্রতি পূর্ণ শ্রদ্ধার কথাই বলেছেন। শেষ ৩৪ ম্যাচে ৪১ গোল করা প্রতিপক্ষ স্ট্রাইকারকে তো শ্রদ্ধা জানাতেই হয়। এছাড়া মরিনহোর স্টকে আছে রুনি-রাশফোর্ডের মত স্ট্রাইকার। দু’দলের মহারণে সর্বোচ্চ ১১ গোল রুনির। ওদিকে চলতি সপ্তাহেই ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সি গায়ে নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন রাশফোর্ড। শেষ ম্যাচে হাল সিটির বিপক্ষেও শেষ সময়ে মাঠে নেমে গোল করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লড়াইটা ডাগআউটেও

১০ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ