পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনায় প্রায় ৮ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার (১০ লাখ মার্কিন ডলার) সহায়তা দেবে জাপান। গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।
জাপান দূতাবাস জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা জাপান সরকার বাংলাদেশ সরকারের মাধ্যমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে। এ অর্থ ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, স্যানিটেশন ও আশ্রয়ণে সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ উখিয়ার বালুখালীর ৮-ডব্লিউ ক্যাম্পে আগুন লাগে। পরে পাশের ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে। সরকারি হিসাবে, এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। তবে জাতিসংঘ শরণার্থী সংস্থা ১৫ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে।
ওই অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৯ হাজার ৩০০ বসতঘর এবং আনুমানিক ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের দুই শতাধিক বসতবাড়ি ও স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।