Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ৪ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২১, ৯:১৫ পিএম

কক্সবাজারের টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। গতকাল ভোরে উপজেলার হ্নীলা লেদা এলাকা থেকে ইয়াবার এ চালানটি আটক করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, লেদা খাল দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র বিশেষ টহলদল বেড়িবাঁধের পিছনে অবস্থান করে। আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ৫-৬ জন লোক বিআরএম-১১ হতে ১.৬ কিলোমিটার দক্ষিণে লেদা খাল বিজিবি পোস্ট হতে ৯০০ গজ পশ্চিম দিক দিয়ে ৪টি ব্যাগ কাঁধে করে নাফ নদীর কিনারা হয়ে লবন মাঠের দিকে আসতে দেখে। তখন টহলদল পাচারকারীদের দেখা
মাত্রই চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বহনকৃত বস্তাগুলো ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে লেদা খালের আঁড় দিয়ে গ্রামের দিকে পালিয়ে যায়। ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ৪টি ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভেতর থেকে বারো কোটি টাকা মূল্যমানের ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ