Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে লকডাউন অমান্য করায় ৮১ গাড়ি জব্দ

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২১, ৮:৩৩ পিএম

চাঁদপুরে লকডাউন অমান্য করায় ৮১টি গাড়ি জব্দ করা হয়েছে। গত দুই দিনে শহরের বিভিন্ন পুলিশ চেকপোস্টে সরকারি নির্দেশনা না মেনে যাত্রীবহন করায় ৬৪টি ইজিবাইক, ৬টি ট্রাক, ৭টি সিএনজি, ৩টি মোটর বাইক ও ১টি অটোরিকশাসহ মোট ৮১টি গাড়ি জব্দ করা হয়েছে।

১৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

বুধবার লকডাউনের প্রথমদিন ভোর থেকে বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত শহরের বাবুরহাট, ওয়ারলেস মোড়, সার্কিট হাউজ, ইলিশ চত্বর, স্টেডিয়াম রোড থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশনায় ট্রাফিক পুলিশ এসব গাড়ি জব্দ করেন। জব্দকৃত গাড়ি চাঁদপুর স্টেডিয়ামে দীর্ঘ লাইন সারি সারি করে রাখা হয়।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মূলত লকডাউন না মেনে যাত্রী বহন করায় শহরের বিভিন্ন চেকপোস্ট থেকে এসব গাড়ী জব্দ করা হয়েছে। তবে এদেরকে ট্রাফিক আইনে জরিমানা করা হয়নি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ বিষয়ে অবগত আছেন। কয়েকদিন জব্দকৃত গাড়িগুলো আটক রাখার পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ হয়তোবা সতর্কতা মূলক জরিমানা করে এসব গাড়ি ছেড়ে দেয়ার ব্যবস্থা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ