মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও শুরু হয়েছে পবিত্র রমজান। দেশটির কোটি কোটি মুসলমান পানাহার থেকে বিরত, নামাজ পড়া আর ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় পালন করছে পবিত্র এ মাসটি। মুসলিম-অধ্যুষিত রাজ্য জম্মু কাশ্মীরেও পালিত হচ্ছে পবিত্র রমজান। তবে, মহামারি করোনা নতুনভাবে আঘাত হানায় সবার মধ্যেই কাজ করছে আতঙ্ক। করোনার কারণে নিয়মনীতি মেনে চলতে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে দেশটির সরকার। মাসটি ঘিরে ব্যস্ত সময় পার করছেন মুসলিম-অধ্যুষিত রাজ্য জম্মু কাশ্মীরের ব্যবসায়ীরা। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন বসেছেন তারা। সেহরি ও ইফতারের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন রোজাদাররাও। জম্মু কাশ্মীরের এক রোজাদার বলেন, আলহামদুলিল্লাহ পবিত্র এ মাসটি আবার আমাদের মাঝে এসেছে। কিন্তু মহামারি করোনা আমাদের মাঝে এখনো আছে। ভাইরাসটি দ্রুত চলে যাক এই দোয়ায় করছি আমরা। এক ব্যবসায়ী বলেন, এই মাস মহিমান্বিত; যা আমাদেরকে খারাপ কাজ থেকে দ‚রে রাখে। পবিত্র এ মাসে সারা বিশ্বের জন্য আমাদের দোয়া করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ মুসলিম। সংখ্যার হিসেবে ২০ কোটি। ইকোনমিক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।