মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্লাসরুমে আগুন লাগার ঘটনায় একটি নার্সারি স্কুলের অন্তত ২০ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার নাইজারের রাজধানী নিয়ামেতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলি সাহেলকে দমকল বাহিনীর প্রধান কর্নেল সিদি মোহামেদ বলেন, ক্লাসগুলো খড়ের তৈরি ছিল। আগুন লেগে সেগুলো পুড়ে যায়। এতে দুভার্গ্যজনকভাবে ২০ শিশুর মৃত্যু হয়েছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। সিদি জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই ছোট্ট শিশু। তিনি বলেন, খড়ের তৈরি ২১টি ক্লাসরুম পুড়ে গেছে। এতে ২০টি শিশু মৃত্যু হয়। উদ্ধারকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন ভয়াবহ তীব্র ছিল। তাই শিশুরা পালাতে পারেনি। ন্যাশনাল ট্রেড ইউনিয়ন অব কন্ট্রাকচুয়াল এজেন্টস অ্যান্ড সিভিল সার্ভেন্টস ইন বেসিক এডুকেশনের মহাসচিব হালিদৌ মৌনকাইলা বলেছেন, স্কুলের ৩৮টি ক্লাসের রুমের মধ্যে ২৫টিই পুড়ে গেছে। আর ২০ জনের মৃত্যু হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।