Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপজ্জনকভাবে গ্যাস বিক্রি চট্টগ্রামে ১৪১ সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যান জব্দ

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিপজ্জনকভাবে সিলিন্ডারে গ্যাস ভরে অবৈধভাবে বিক্রির সময় (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি এলাকায় ১৪১টি গ্যাস সিলিন্ডারসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফোরকান এলাহী অনুপম এই অভিযান পরিচালনা করেন।
তবে অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে সিলিন্ডারগুলো ধ্বংসের দায়িত্ব দেওয়া হয়েছে। এর দুই দিন আগে বুধবার একই জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫৯টি সিলিন্ডার ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছিল। ওই দিনের অভিযানে অবৈধ গ্যাস বিক্রির দায়ে দুইজনকে তিনমাসের দÐ দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপজ্জনকভাবে গ্যাস বিক্রি চট্টগ্রামে ১৪১ সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যান জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ