বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে চান্দাইকোনা ফুড ভিলেজ এলাকা সংলগ্ন মোড় পর্যন্ত ১৫ কিলোমিটার জুড়ে ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। বুধবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় মহাসড়ক ঘুরে এই চিত্র দেখা গেছে। উত্তরবঙ্গগামী সড়কে যানজট থাকলেও ঢাকামুখী সড়ক ছিল ফাঁকা।
নারায়ণগঞ্জ থেকে নীলফামারীগামী ট্রাকচালক রাকিব রায়গঞ্জের ষোলোমাইল এলাকায় মহাসড়কে গণমাধ্যমকে বলেন, ভোর ৬টায় হাটিকুমরুল গোলচত্বর পার হলেও এরপর থেকে এখানে আসতে সাড়ে ৪ ঘণ্টা সময় লেগেছে আমার। জানি না বাকিটুকু পার হতে কত সময় লাগবে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, মহাসড়কে এখন কোনো যানজট নেই, তবে ধীরগতি আছে। তিনি আরও বলেন, আমি মাত্রই যানজটের শেষপ্রান্ত থেকে ঘুরে আসলাম। চান্দাইকোনা থেকে ঘুড়কার একটু দক্ষিণ পর্যন্ত উত্তরবঙ্গগামী রাস্তায় ট্রাকের ধীরগতি আছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।