Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝুঁকিভাতা প্রদানের দাবি পোশাক শ্রমিকদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম


 জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালীন সময়ে কাজ অব্যাহত রেখে দেশের অর্থনীতির চাঁকা সচল রাখায় পোশাক শ্রমিকদের ঝুঁকিভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ কনফেডারেশন অব লেবার (বিসিএল)। গতকাল মঙ্গলবার করোনাকালে শ্রমিকস্বার্থ নিয়ে এক ভার্চুয়াল আলোচনা সভায় এ দাবি জানায় সংগঠনটি। এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকার ঘোষিত লকডাউনে সবকিছু বন্ধ থাকলেও দেশের অর্থনীতির গতি সচল রাখার স্বার্থে শিল্পকারখানা খোলা রাখা হয়েছে।

শ্রমিকদের স্বাস্থ্যবিধি ও যাতায়াতের জন্য সরকারি নির্দেশনা থাকলেও অনেক মালিকরাই কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করেনি। নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারিতে কর্মক্ষেত্রে থাকা সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকুরীজীবিদের ঝুঁকি ভাতা দেওয়া হলেও পোশাক শ্রমিকদের কোন ধরণের ঝুঁকি ভাতা প্রদান করা হয় না।

আমরা বাংলাদেশ কনফেডারেশন অব লেবার (বিসিএল) এর পক্ষ থেকে করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করা সকল পোশাক শ্রমিকদের ঝুঁকি ভাতা প্রদানের দাবি করছি। পাশাপাশি ২০ রমজানের ভিতরে সকল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস প্রদান করতে হবে। এ মুহুর্তে করোনার অজুহাতে কোন শ্রমিককে ছাঁটাই করা যাবে না। মোঃ বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুলতানা বেগম, মোঃ নাজিম উদ্দিন আকন্দ, মাহাতাব উদ্দিন সহিদ, শামীম খান, আলমগীর রনি, জাহানারা বেগম, শামীমা শিরিন, এইচ. এম. বিল্লাল, কফিল উদ্দিন প্রমুখ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক

৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ