Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোজায় সংক্রমণের ঝুঁকি নেই, করোনা বিদায় অনেক দেরি : ডব্লিএইচও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

হঠাৎ করে বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিস্ফোরণ ঘটছে। এতে বিশ্বজুড়ে শুরু হয়েছে আবারও লকডাউনকরোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে নাকাল গোটা বিশ্ব। তবে সহসাই প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্তি মিলছে না এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও)। বৈশ্বিক সংস্থাটি জানায়, দ্বিধা এবং আত্মতৃপ্তির মানেই হলো এই ভাইরাস সহসা বিদায় হচ্ছে না; তবে এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। সৈামবার এক ব্রিফিংয়ে ডবিøউএইচও মহাসচিব তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, ‘আমরাও চাই সামাজিক এবং অর্থনৈতিক কর্মকান্ড পুনরায় খুলে দেওয়া হোক। যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য শুরু হোক।’ ‘কিন্তু এই মুহ‚র্তে, অনেক দেশে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় এবং মানুষ মারা যাচ্ছেন। এটা পুরোপুরিভাবে এড়ানো সম্ভব’ যোগ করেন তিনি। গৈব্রেয়েসুস বলেন, ‘কোভিড-১৯ মহামারীর বিদায় এখনো অনেক দেরি। কিন্তু আমাদের আশাবাদী হওয়ার অনেক কারণ আছে। গত দুই মাসে সংক্রমণ ও মৃত্যু হ্রাস পাওয়ায় দেখা যায় এই ভাইরাস এবং ভাইরাসের ভ্যারিয়েন্টগুলো প্রতিরোধ সম্ভব।’ তিনি বলেন, ‘দ্বিধা, আত্মতুষ্টি এবং গণস্বাস্থ্যে নেওয়া পদক্ষেপে অসামঞ্জস্যতার কারণে’ সংক্রমণ ছড়াচ্ছে। ডবিøউএইচও মহাসচিব বলেন, ‘কিছু মানুষের মনোভাব দেখা যায় যে, তারা তুলনাম‚লক তরুণ হওয়ায় কোভিড-১৯ আক্রান্ত হওয়া কোনো বিষয়ই না।’ এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ৭২ লাখ সাড়ে ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৫৮ হাজার ৬৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪ লাখ সাড়ে ৩৩ হাজারের বেশি। অপরদিকে, সংস্থাটি বলছে, আক্রান্ত ব্যক্তি রোজা রাখলেও করোনা সংক্রমণের ঝুঁকি নেই। এছাড়া সুস্থ ব্যক্তিদের জন্য রোজা রাখা নিরাপদ বলেও জানিয়েছে তারা। ডবিøউএইচও জানাচ্ছে, যারা দীর্ঘ সময় ধরে করোনায় ভুগছেন (সুস্থ হওয়ার পরও যাদের শরীরে এটির উপসর্গ রয়েছে) তারাও রোজা রাখতে পারবেন। তবে রোজা রাখা অবস্থায় উপসর্গ গুরুতর আকার ধারণ করলে রোজা ভাঙতে পারবেন তারা। ডবিøউএইচও জানিয়েছে, রোজা রাখলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ে এমন কোনও প্রমাণ নেই। এছাড়া সংক্রমণের পর দীর্ঘমেয়াদে কারও শরীরে করোনার উপসর্গ থাকলে ধর্মীয় রীতি মেনেই রোজা ভাঙার সুযোগ রয়েছে। এদিকে রমজানের রোজা রেখেও টিকা নেয়ার ব্যাপারে মানুষজনকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। তারা বলছে, ইসলামি আইন অনুযায়ী এটা করার বিধান রয়েছে। কেননা টিকা বা ইনজেকশন যদি মাংসপেশীতে দেয়া হয় এবং চিকিৎসা বা রোগ-বালাইয়ের জন্য নেয়া হয় তাহলে এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে না। তবে টিকা নেয়ার পরও শারীরিক দ‚রত্ব, শ্বাস-প্রশ্বাসের নিয়ম ও হাত ধোঁয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার নির্দেশনা মেনে চলা উচিত বলে জানিয়েছে তারা। রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ