Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকাশ ছেয়ে গেল যুদ্ধবিমানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

তাইওয়ানের আকাশে রেকর্ডসংখ্যক যুদ্ধবিমান নিয়ে প্রবেশ করেছে চীনা প্রতিরক্ষা বাহিনী। সোমবার এ ঘটনা ঘটে বলে তাইওয়ান জানিয়েছে। চলতি বছরে দেশটিতে চীনের এটিই সবচেয়ে বড় অনুপ্রবেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীন তার কথিত বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) ২৫টি উড়োজাহাজ নিয়ে প্রবেশ করে, যার মধ্যে ছিল যুদ্ধবিমান ও পারমাণবিক বোমাবাহী উড়োজাহাজও। যুক্তরাষ্ট্র চীনের ‘ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবের’ বিরুদ্ধে সতর্কতা দেওয়ার পর তাইওয়ানে চলতি বছরে সবচেয়ে বড় সামরিক হানার ঘটনা ঘটল। তাইওয়ানকে চীন নিজের আলাদা একটি প্রদেশ হিসেবে দেখে থাকে। তবে গণতান্ত্রিক সরকারের অধীনে থাকা তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে। তাইওয়ান জানায়, চীনের সর্বশেষ এ অভিযানে ১৮টি ফাইটার জেট, পরমাণু অস্ত্র বহনকারী ৪টি বোম্বার, সাবমেরিন বিধ্বংসী ২টি উড়োজাহাজ ও ১টি সতর্কবার্তা দেওয়ার উড়োজাহাজ ছিল। চীনের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি বিøঙ্কনের সতর্কবার্তা দেওয়ার এক দিন পর এ ঘটনা ঘটল। বিøঙ্কন বলেন, তাইওয়ানে চীনের ক্রমবর্ধমান আগ্রাসী পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, চীনা সামরিক বিমানকে সতর্ক করতে তারাও যুদ্ধবিমান প্রেরণ করে এবং পর্যবেক্ষণের জন্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। কয়েক মাস ধরে দক্ষিণ চীন সাগরে তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জ ও তাইওয়ানের দক্ষিণাংশের মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমানার ওপর নিয়মিত যুদ্ধবিমান পরিচালনা করে আসছে। সোমবারের ঘটনাও ঘটে দ্বীপপুঞ্জের কাছাকাছি তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমে আকাশসীমায়। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাইওয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ