প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের অভিনেত্রী শেলিন উডলি ‘দ্য মৌরিতানিয়ান’ ফিল্মে যে জন্য সায় দিয়েছিলেন তা ব্যাখ্যা করেছেন। বাস্তব ঘটনাভিত্তিক লিগাল ড্রামা ধারার ফিল্মটি মোহাম্মেদু আউল্দ সালাহি নামের এক মৌরিতানিয়ান নাগরিককে নিয়ে যাকে মার্কিন প্রশাসন বেআইনীভাবে গুয়ান্তানামো বে কারাগারে বছরের পর বছর আটকে রাখে কোন অভিযোগ ছাড়াই। এক নারী আইনজীবী ও তার সহযোগীর সঙ্গে তার সখ্য হয়। উডলি বলেন, ‘একটি বাস্তব চাঞ্চল্যকর ঘটনার ওপর ভিত্তি করে চলচ্চিত্রটির সঙ্গে এবং এর প্রধান চরিত্র মোহাম্মেদুর কাহিনী মার্কিনীদের মধ্যে যে সচেতনতা জাগ্রত করেছিল তার অংশ হবার আশাতেই আমি এই ফিল্মটিতে সায় দিয়েছিলাম। আমার অনুভব হয়েছিল একজন অভিনয়শিল্পী হিসেবে এতে কাজ করা আমার দায়িত্ব।’ ‘দ্য মৌরিতানিয়ান’ ফিল্মে জোডি ফস্টার কৌঁসুলি ন্যান্সি হল্যান্ডার এবং উডলি তার সহকারী টেরি ডানকানের ভূমিকায় অভিনয় করেছে। শেলিন মোহাম্মেদুর সঙ্গে স্কাইপে আলাপচারিতার অভিজ্ঞতাও বর্ণনা করেন। ‘দ্য মৌরিতানিয়ান’ ফিল্মে আরও অভিনয় করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, জ্যাকারি লিভাই এবং মোহাম্মেদু আউল্দ সালাহির ভূমিকায় তাহের রাহিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।