Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৪ জনের দেহে করোনার উপসর্গ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ৫:৪১ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৪ ব্যক্তির দেহে করেনার উপসর্গ পাওয়া গিয়েছে। নিজ বাড়িতে থেকে তারা চিকিৎসা নিচ্ছেন। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার। ওই ৪ ব্যক্তির মধ্যে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে স্বামী-স্ত্রী দুইজন, ধোপাডাঙ্গা ইউনিয়নে একজন ও তারাপুর ইউনিয়নে একজন। ডাঃ আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১১ দিনে (০১-১১ এপ্রিল) ২০ ব্যক্তির নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) পিসিআর ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়। রিপোর্ট আসে ১৯ জনের। এরমধ্যে ৪ জনের দেহে করোনার উপসর্গ পাওয়া যায়। বাকি ১৫ ব্যক্তির দেহে নেগেটিভ আসে। আক্রান্ত ৪ জনেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। ডাক্তার আরো জানান, খোঁজ খবর রাখছি। ভালো আছেন তারা সকলে। তিনি আরও জানান, এ উপজেলায় করোনার দ্বিতীয় ডোজ শুরু থেকে গত রোববার পর্যন্ত ২৬৩ জন ব্যাক্তি নিয়েছেন। সেই সাথে প্রথম ডোজও অব্যাহত রয়েছে এবং প্রথম ডোজ এ পর্যন্ত নিয়েছেন ৮ হাজার ৯১৭জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ