বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে করোনা বেড়েই চলেছে। গত এক সপ্তাহ ধরে জেলায় প্রতিদিন অর্ধশত রোগী শনাক্ত হচ্ছে। এই তথ্য নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন জানান, আমরা জনসচেতনতা বৃদ্ধির জোরদার পদক্ষেপ নিয়েছি।
তিনি জানান, করোনায় দ্বিতীয় ঢেউএ মৃত্যু হয়েছে ৬জন। এই নিয়ে এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৭জন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় মঙ্গলবার পঞ্চাশের বেশি নমুনা করোনা পজেটিভ। এনিয়ে পর পর কয়েকদিন ধরে পজেটিভ নমুনার সংখ্যা অর্ধশতের ওপরেই থাকছে।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ জানান, তাদের ল্যাবে মোট ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১টি পজেটিভ পাওয়া গেছে।
এর মধ্যে যশোর জেলার ১৭৯টি নমুনা পরীক্ষা পজেটিভ পাওয়া গেছে ৪১টি। মাগুরার ২৫টি নমুনার মধ্যে দশটি পজেটিভ হয়েছে।
সূত্র জানায়, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গেল মাসের শেষ দিক থেকে যশোর অঞ্চলে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।