বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঠিয়ায় আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত তিনদিনে চারজনে করোনা সনাক্ত হলো। করোনা সনাক্তরা হলেন, উপজেলার বেলপুকুর ইউনিয়নের আগলা গ্রামের মোস্তাকের স্ত্রী উনজিলা বেগম (৪০), পুঠিয়া পৌরসভার ৯ ওয়ার্ডের কানাইপাড়া মৃত এলাকার ইদ্রিস আলীর ছেলে ইলিয়াস আলী (৭০) ও তার ছেলে কামারুজ্জামান মাহাফুজ (৪২)। পুঠিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নাজমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, উনিজলা বেগম রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হলে সেখানে তার করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজেটিভ আসে। এছাড়াও ইলিয়াস আলী ও তার ছেলে কামারুজ্জামন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য গত ৮ এপ্রিল নমুনা দিলে গত ১২ এপ্রিল তাদের রির্পোট পজেটিভ আছে। বর্তমানে তারা বাড়িতেই আইসোলেশনে থাকবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।