Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপ্তমবারে কি ধরা দেবে সাফল্য?

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

সাম্প্রতিক বাজে পারফরমেন্সের কারণে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ধারাবাহিক ব্যর্থতায় বোর্ডের পাশাপাশি চাপে আছেন ক্রিকেটাররাও। কঠিন সময়ে স্বস্তি ফেরাতে পারে শ্রীলঙ্কা সিরিজ।
এর আগে ৬ বার শ্রীলঙ্কা সফরে গেছে টাইগাররা। ১২টি টেস্টে ২০১৩ সালে একটি ড্র আর ২০১৭ সালে শততম টেস্ট জয় ছাড়া সবকটিতেই হেরেছে বাংলাদেশ। শ্রীলংকায় টাইগারদের অতীত টেস্ট সিরিজগুলোর ফলাফল কেমন ছিলো চলুন দেখা যাক-
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর তৃতীয় বিদেশ সফরে ২০০১ সালে লঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ দল। ৬ সেপ্টেম্বর কলম্বোতে একমাত্র টেস্টে লঙ্কানদের কাছে ইনিংস ও ১৩৭ রানে হেরে যায় নাইমুর রহমান দুর্জয়ের দল। বড় হারের তিক্ততা পেলেও প্রাপ্তিও আছে।
এ টেস্টেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল। ২১২ বলে ১১৪ রানের ইনিংসটি স্মরণীয় হয়ে আছে দেশের ক্রিকেট প্রেমীদের কাছে।
পরের বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ। দুই টেস্টের ভেন্যুই ছিলো কলম্বো। এরমধ্যে ২১ জুলাই প্রথম টেস্টে ইনিংস ও ১৯৬ রানে হারের পর, দ্বিতীয় টেস্টে টাইগারদের হার ২৮৮ রানে।
তিন বছর পর ২০০৫ সালে তৃতীয়বারের মত শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। দুই টেস্টের ভেন্যু এবারও কলম্বো। হাবিবুল বাশারের নেতৃত্বে সে সিরিজের দুটিতেই বাংলাদেশ হারে ইনিংস ব্যবধানে। ১২ সেপ্টেম্বর শুরু হওয়ায় প্রথম টেস্টে বাংলাদেশের হার ইনিংস ও ৯৬ রানে। পরের টেস্টে টাইগারদের হার ইনিংস ও ৬৯ রানে।
টেস্ট মর্যাদা পাওয়ার পর কালেভদ্রে তিন ম্যাচের সিরিজ খেলতে দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে বাংলাদেশ দলের। এরমধ্যে ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে যায় টাইগাররা। কলম্বোতে দুই টেস্টে ইনিংস ব্যাবধানে হারের পর, ক্যান্ডিতে শেষ টেস্টেও ইনিংস ও ১৯৩ রানে হারে বাংলাদেশ। হোয়াইটওয়াশের তিক্ততা নিয়ে দেশে ফিরে মোহাম্মদ আশরাফুলের দল।
৫ বছর পর ২০১৩ সালে পঞ্চমবারের মত শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ দল। ২০১৩ সালের ৮ মার্চ গলে প্রথম টেস্ট খেলে টাইগাররা।
শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মত ড্রয়ের দেখা পায় মুশফিকুর রহিমের দল। টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশি। সে টেস্টে মোহাম্মদ আশরাফুল করেছিলেন ১৯০ রান। গলে ড্র করার পর, কলম্বোতে দ্বিতীয় টেস্টে আবারও সেই পুরোনো ছন্দে বাংলাদেশ। ৭ উইকেটের হার নিয়ে দেশে ফিরে দল।
২০১৭ সাল টেস্ট ইতিহাসের পাতায় ঠাঁই করে নেয় বাংলাদেশ। মার্চে ৬ষ্ঠ বারের মত শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ। ৭ মার্চ গলে প্রথম টেস্ট ২৫৯ রানে হারের পর, দ্বিতীয় টেস্টে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কলম্বোতে শততম টেস্ট খেলে বাংলাদেশ। সাকিবের সেঞ্চুরিতে লঙ্কানদের মাটিতে আসে প্রথম জয়। অপেক্ষা এবার ২০২১। এবার কি সাম্প্রতিক খারাপ সময় পেছনে ফেলে লঙ্কা জয় করে ফিরতে পারবেন মুমিনুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ