Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় ব্যবধানে হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে শুরুটা ভালো করলেও দ্বিতীয় ম্যাচেই বড় হারের স্বাদ নিলো পাকিস্তান। সফরকারিদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা।

গতকাল জাহান্সবার্গে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে বাবর ৫০ ও মোহাম্মদ হাফিজের ৩২ ছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। ফলে ৯ উইকেট হারিয়ে ১৪১ রানের বেশি ওঠেনি স্কোরবোর্ডে। লিন্ডে ও উইলিয়ামস নেন ৩টি করে উইকেট।
জবাবে মারক্রামের ৫৪ ও ক্লাসেনের অপরাজিত ৩৬ রানের উপর ভর করে ৩৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। উসমান কাদির ২টি উইকেট নেন। এছাড়া হাসনাইন ও হাসান পান একটি করে উইকেট। এই জয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনলো। আগামীকাল সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ