মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন
ইনকিলাব ডেস্ক : উজবেকিস্তানের পার্লামেন্ট দেশটির প্রধানমন্ত্রী শাবকাত মিরজিয়োয়েভকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে। খবরে বলা হয়েছে, গেল সপ্তায় দেশটির দীর্ঘসময়ের প্রেসিডেন্ট ইসলাম কারিমভের মৃত্যুর পর ৫৯ বছর বয়সী মিরজিয়োয়েভই যে দীর্ঘসময়ের জন্য সাবেক প্রেসিডেন্টের উত্তরসূরি হতে যাচ্ছেন, পার্লামেন্টের পদক্ষেপে সেই আভাসই পাওয়া গেল। সংবিধান অনুসারে সিনেটের নেতা নিগমাতিলা ইউদাশেভের দেশটির অন্তর্বর্তীকালীন সময়ে দেশটির দায়িত্ব নেয়ার কথা। কিন্তু তিনি দায়িত্বগ্রহণে অস্বীকৃতি জানান বলে খবরে উল্লেখ করা হয়েছে। আগামী তিনমাসের মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও পার্লামেন্ট নিশ্চিত করেছে। এদিকে, শাবকাত মিরজিয়োয়েভ ২০০৩ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রেসিডেন্ট কারিমভের দাফনানুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন। চলতি সপ্তার শুরুর দিকে তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে, সিনেটের প্রধান নিগমাতিলা ইউদাশেভ অনভিজ্ঞতার কারণে দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন বলে উজবেক সূত্র জানিয়েছে। কারিমভের ইন্তেকালের পর তার সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে লড়াই শুরুর আশঙ্কা করা হচ্ছে। ডেপুটি প্রধানমন্ত্রী রুস্তাম আজিমভও প্রেসিডেন্ট পদের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারেন। তবে নির্বাচন হবে সম্ভবত একটি আনুষ্ঠানিকতা মাত্র, যেমনটি মরহুম প্রেসিডেন্ট কারিমভের শাসনামলে হয়েছিল। ৭৮ বছর বয়সী কারিমভ স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।