মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বে প্রতি বছর ৫৫ লাখ লোকের অকাল মৃত্যুর কারণ বায়ুদূষণ
ইনকিলাব ডেস্ক : বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বে পাঁচ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতি হচ্ছে। এছাড়া এ কারণে অনেক দেশের উন্নয়ন কর্মকা- বাধাগ্রস্ত হচ্ছে। অপরদিকে বিশ্বে প্রতি বছর ৫৫ লাখ লোকের অকাল মৃত্যু হচ্ছে বায়ুদূষণ জনিত রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়ে। চলতি সপ্তাহে বিশ্ব ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, অভ্যন্তরীণ ও বহিঃবায়ু দূষণের কারণে ২০১৩ সালে চীনের মোট জাতীয় আয়ের ১০ শতাংশ, ভারত ৭ দশমিক ৬৯ শতাংশ এবং শ্রীলংকা ও কম্বোডিয়াকে ৮ শতাংশ হারাতে হয়েছে। কর্মদিবস হারানো এবং অকাল মৃত্যুজনিত কল্যাণ ব্যায় হিসেবে ধনী দেশগুলোও কয়েক হাজার কোটি ডলার অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। দূষিত বায়ুর জন্য যুক্তরাজ্যকে ৭৬০ কোটি ডলার যুক্তরাষ্ট্রকে ৪ হাজার ৫০০ কোটি ডলার এবং জার্মানিকে ১ হাজার ৮০০ কোটি ডলার ক্ষতিপূরণ গুনতে হয়েছে। বিশ্বের সবচেয়ে কম বায়ু দূষণের দেশগুলো হচ্ছে জিম্বাবুয়ে, মালাউই ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। দূষণের কারণে উরুগুয়েকে তাদের জাতীয় আয়ের মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ হারাতে হয়, যার আর্থিক মূল্য ১৭ লাখ ডলার। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।