Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি আরবকে ১১৫ বিলিয়ন ডলারের সামরিক চুক্তির প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন। ৭১ বছরব্যাপী সউদি-মার্কিন জোটের সবচেয়ে বড় সামরিক চুক্তি এটি। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির উইলিয়াম হারটুং-এর করা সেই প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে অস্ত্র, সামরিক অন্যান্য যন্ত্রপাতি ও প্রশিক্ষণের বিষয়ে ৪২টি ক্ষেত্রে প্রস্তাব করা হয়। বেশিরভাগ বিষয়ই এখনো সরবরাহ করা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সির তথ্যর ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। বেশিরভাগ প্রস্তাব কংগ্রেসের অনুমোদন পেলে আনুষ্ঠানিক চুক্তিতে পরিণত হয়, কখনো বা সেটা পরিত্যাগ বা সংশোধন করা হয়। রিপোর্টটিতে সউদি আরব কয়টি চুক্তিতে সম্মত হয়েছে সেটা উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, ইয়েমেনে সউদি জোটের আগ্রাসনের প্রেক্ষিতে দেশটির কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি সমালোচনার সম্মুখীন হয়েছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের গত এক বছরব্যাপী সংঘর্ষে ১০ হাজার মানুষ নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ৪০ শতাংশই বেসামরিক নাগরিক। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ