Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই বছরে অষ্টম বৈঠকে মোদী ও ওবামা

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে গত বৃহস্পতিবার লাওসে একটি বৈঠক হয়। এটি গত দুই বছরের মধ্যে শুধুমাত্র ওই দুই নেতার অষ্টম বৈঠক। উল্লেখ্য, আসিয়ান (এসোসিয়েশন অব সাউথ ইস্টার্ন ন্যাশনস) সম্মেলনে অংশগ্রহণের জন্য ওবামা ও মোদী দু’জনই লাওসে যান। এর আগে গত রবিবার চীনে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেন। সেই সময় ওবামা জিএসটি নামে পরিচিত কর সংস্কারের মাইলফলক অর্জনের জন্য মোদীর প্রশংসা করেছিলেন। দুই দেশের ওই দুই নেতা লাওসে এমন এক সময় বৈঠক করছেন, যখন ২০০৮ সালের মুম্বাই হামলা ও চলতি বছরের জানুয়ারিতে পাঠানকোটে হামলার জন্য দায়ী ব্যক্তিদের পাকিস্তানের খুঁজে বের করা ও শাস্তি দেয়ার ভারতীয় দাবির প্রতি যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই বছরে অষ্টম বৈঠকে মোদী ও ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ