Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

এক সপ্তাহে দু-দুটি প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। গত শনিবার দেশটির পূর্ব জাভা দ্বীপে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়েছে বহু বাড়িঘর। এর আগে সাইক্লোন সেরোজার আঘাতে প্রাণ হারান ১৭৪ জন। দুটি ভয়াবহ দুর্যোগ কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে ইন্দোনেশিয়া সরকার। এদিকে ক্যাটাগরি তিন মাত্রার সাইক্লোন সেরোজার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল। ইন্দোনেশিয়ায় একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। আগ্নেয়গিরি লাভা উদগীরণ, সাইক্লোন, সবশেষ শক্তিশালী ভূমিকম্পের আঘাত। প্রাকৃতিক এ বিপর্যয় সামলে নিতে যেন হাঁপিয়ে উঠছে। গত শনিবারের শক্তিশালী ৬ মাত্রা ভূমিকম্পে বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে পূর্ব জাভা দ্বীপ। ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি। মালাং শহরের ৭০ শতাংশ স্থাপনা মাটির সঙ্গে বিলীন হয়ে গেছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন সেখানকার বাসিন্দারা। তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন। স্থানীয়রা বলেন, কিছুই বাকি নেই। ভূমিকম্প সব গুঁড়িয়ে দিয়েছে। কোনোমতে দৌড়ে প্রাণে রক্ষা পেয়েছি। এসে দেখি বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠা আমাদের পক্ষে অসম্ভব। বাড়ি আসবাবপত্র থেকে শুরু করে ছাদ সব ধ্বংস হয়ে গেছে। এর আগে চলতি সপ্তাহে ইন্দোনেশিয়া ও প্রতিবেশী দেশ পূর্বতিমুরে আঘাত হানে শক্তিশালী সাইক্লোন সেরোজা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যা ও ভূমিধসে প্রাণ হারান ১৭৪ জন। এখনো নিখোঁজ রয়েছেন অর্ধশত। এদিকে, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আঘাত হেনেছে সাইক্লোন সেরোজা। স্থানীয় সময় রোববার রাতে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে কালব্যারি শহরে আঘাত হানে ক্যাটাগরি তিন মাত্রার এ সাইক্লোন। অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্তের পাশাপাশি উপড়ে যায় গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কয়েকটি এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। রয়টার্স, সিডনি নিউজ টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া বিপর্যস্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ