মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বৈঠক বাতিল করলেও শেষ পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে কথাবার্তা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বুধবার লাওসে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস) সম্মেলন চলাকালে জাঁকজমকপূর্ণ নৈশ ভোজের আগে দুই নেতার মধ্যে ওই সাক্ষাৎ হয়। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের শীর্ষ কর্মকর্তারা তাদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুতার্তে ওবামাকে গণিকার ছেলে বলে গালি দিলে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছিল যুক্তরাষ্ট্র। ওবামা-দুতার্তের সাক্ষাত নিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্টের সফরসঙ্গী ও দেশটির পররাষ্ট্র সচিব পারফেক্টো ইয়াসে সাংবাদিকদের বলেন, হোল্ডিং রুমে তারা কথাবার্তা বলেন। সবার শেষে তারা হোল্ডিং রুম ত্যাগ করেন। তবে তাদের এ সাক্ষাৎ কতক্ষণ ধরে চলে তা আমি বলতে পারবো না। শেষ পর্যন্ত তাদের সাক্ষাৎ হয়েছে, এতেই আমি খুশি। এদিকে হোয়াইট হাউজের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আসিয়ান সম্মেলনের জাঁকজমকপূর্ণ নৈশ ভোজের আগে দুই নেতা সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন। তারা পরস্পর হাস্য-রসিকতা বিনিময় করেন। উল্লেখ্য, লাওসে আসিয়ান সম্মেলনের ফাঁকে ওবামার সঙ্গে দুতার্তের পূর্ব নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত মঙ্গলবার; কিন্তু ওবামার লাওস পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে তাকে উদ্দেশ করে গালি দিয়েছিলেন দুতার্তে। এর প্রতিক্রিয়ায় ওই বৈঠক বাতিল করে যুক্তরাষ্ট্র। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।