Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিন-ইসরাইল বৈঠক এবার মস্কোতে

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মস্কোতে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। তবে বৈঠকের সময় এখনও নির্ধারিত হয়নি। মস্কোভিত্তিক বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-এর বরাত দিয়ে এ কথা জানিয়েছে সংবাদমাধ্যম। রুশ প্রেসিডেন্ট ভøলাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে মাহমুদ আব্বাস জানিয়েছেন, তিনি বৈঠকে বসার জন্য তৈরি আছেন। তবে পরে ইসরাইলি প্রধানমন্ত্রীর অনুরোধে বৈঠকটি স্থগিত করা হয়। পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডার সঙ্গে যৌথ বিবৃতিতে আব্বাস বলেন, প্রেসিডেন্ট পুতিন ৯ সেপ্টেম্বর মস্কোতে বৈঠকের তারিখ নির্ধারণ করেছিলেন। পরে তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে জেরুজালেমে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট পুতিনের প্রতিনিধিদের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতিনিধিরা মস্কো বৈঠক পেছানোর অনুরোধ করেন। রয়টার্স, জেরুজালেম পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরাইল বৈঠক এবার মস্কোতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ