মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাক ও ইরান উভয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের লক্ষে ইরাকের সঙ্গে পাঁচ বছর মেয়াদী একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করেছে ইরান। ইরানের সমবায়, শ্রম ও সমাজ কল্যাণমন্ত্রী মোহাম্মদ শরিয়াতমাদারি ইরাক সফরে গিয়ে এই চুক্তি করেন।
চুক্তি সইয়ের আগে তিনি ইরাকের অর্থ ও সময় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি বাগদাদ থেকে কারবালার সফরে যান। খবর পার্সটুডের
শরিয়াতমাদারি জানান, এই চুক্তি সইয়ের পরে কাস্টমস ইনভেসমেন্ট, সীমান্তবাজার প্রতিষ্ঠাসহ আরও বেশকিছু ইস্যুতে দু'দেশের মধ্যে সহযোগিতা বাড়বে।
তিনি জানান, ইরাকের অর্থমন্ত্রীর ইরান সফরের সময় এই চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছিল। চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া সহজ করতে ইরানের অর্থমন্ত্রী ইরাকি অর্থমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
শরিয়াতমাদারি বলেন, এই চুক্তির আওতায় অর্থনীতির অনেক বড় বড় ইস্যু বিশেষ করে অবকাঠামো নির্মাণের প্রকল্প এবং অর্থনৈতিক লেনদেনের মতো বিষয় থাকবে। সহযোগিতা চুক্তি থেকে দু'দেশ উপকৃত হবে বলে দৃঢ়ভাবে আশাবাদী। সূত্র : পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।