পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শুধু তিনি একা নন, তাঁর বাসার আরও ৬ জন স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ভাগ্নে ও ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।
ডা. মামুন জানান, ‘বেগম জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হলেও শারীরিক কোন জটিলতা নেই। এমনকি করোনার যেসব লক্ষণ দেখা যায়, জ্বর, কাশিসহ অন্যান্য কোন লক্ষণই তাঁর মধ্যে নেই। শারীরিকভাবে তিনি সুস্থ্য আছেন। খাওয়া-দাওয়াও করছেন স্বাভাবিক।’
করোনা আক্রান্ত খালেদা জিয়া নিয়ে ডা. ইমরান এইচ সরকার তার ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেন, ‘খবরে দেখলাম বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত। আমাদের দেশে একটা নোংরা রাজনীতি আছে, ভীন্নমতের কেউ আক্রান্ত হলে এমনকি মৃত্যুবরণ করলেও অনেকে ট্রল করেন। এটা খুবই অসভ্য মানসিকতা। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ্য হোন, এটাই কাম্য।
সুস্থতা কামনা করে সাংবাদিক শহিদুল হাসান খোকন তার ফেইসবুক পেইজে লিখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত। দ্রুত সুস্থ্যতা কামনা করছি...’
ফয়জুর মোরশেদ খান ওমি লিখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত। উনার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’
সাখাওয়াত হোসেন কাজল লিখেন, ‘মহান আল্লাহ উনাকে দ্রুততম সময়ে সুস্থতা দান করুন। আমিন’
কামাল ভুঁইয়া মিন্টু লিখেন, ‘দেশমাতা বেগম খালেদা জিয়ার করোনা নেগেটিভ বা পজিটিভ যাই হোক, বাস্তবে তিনি অসুস্থ! আল্লাহ তুমি প্রিয়নেত্রীকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন .... আমিন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।