Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তান ৪ উইকেটে জয় পেয়েছে। গতকাল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এইডেন মার্করাম ও হেইনরিচ ক্লাসেনের হাফসেঞ্চিুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান তোলে। মার্করাম ৩২ বলে ৮ চার ও ১ ছয়ের মারে সর্বোচ্চ ৫১ রান করেন। ক্লাসেন ২৮ বলে ২ চার ও ৪ ছয়ের মারে করেন ৫০ রান। পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ ২১ ও হাসান আলী ২৮ রানে পান দু’টি করে উইকেট।
জবাবে পাকিস্তান উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের দূর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে এক বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। রিজওয়ান ৫০ বল খেলে ৯ চার ও ২ ছক্কার মারে সর্বোচ্চ ৭৪ রানে অপরাজিত থাকেন। ফাহিম আশরাফ ১৪ বলে করেন ৩০ রান। তার ইনিংসে ৪ বাউন্ডারি ও ১ ছয়ের মার ছিল। ফাকার জামান ১৯ বল খেলে ৪ চার ও ১ ছয়ের সাহায্যে করেন ২৭ রান। স্বাগতিক বোলার বিউরেন হেনড্রিক্স ৩২ রানে পান ৩ উইকেট। তাব্রাইজ শামসী ২৯ রানে শিকার করে ২ উইকেট। ম্যাচসেরা হন মোহাম্মদ রিজওয়ান। এই জয়ে পাকিস্তান সিরিজে ১-০ তে এগিয়ে গেল।



 

Show all comments
  • Abul kashem ১১ এপ্রিল, ২০২১, ৭:৪৭ পিএম says : 0
    Pakistan jindabad....Babar and Hasan ali all the best
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ