Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভাবনীয় সাফল্যের এ কি পুরস্কার?

৯ কিশোরীকে টিসি’র হুমকি, সাময়িক বরখাস্ত শিক্ষক

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মো শামসুল আলম খান, ময়মনসিংহ অফিস : ফুটবল মানচিত্রে বাংলাদেশকে নতুন করে পরিচিত করেছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের নারী ফুটবলাররা। হিমালয় কন্যা নেপাল ও তাজিকিস্তানে টানা দু’বার এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশীপের গৌরব অর্জনের পর এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বেও হার না মানা কীর্তি দেখিয়েছে তারা। দেশের মাটিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে অনাবিল আনন্দে ভাসিয়েছে ষোল কোটির বাংলাদেশকে। খুদে ফুটবলাররা লাল-সবুজের পতাকা উঁচুতে তুলে ধরে জানান দিয়েছে স্বপ্নচূড়া ছোঁয়ার লক্ষ্য নিয়েই এগুচ্ছে তারা। ভাগ্যের বৃত্তটাকে পায়ের কারুকাজে উড়িয়ে দিয়ে নিজেদের শ্রম-ঘাম আর চেষ্টার দৌলতেই বিশ্ব মানচিত্রে নিজেদের পরিচয়ের পাশাপাশি তলানিতে গিয়ে ঠেকা দেশের ফুটবলেও জ্বালিয়েছেন আশার প্রদীপ।
ধারাবাহিকতা ধরে রেখে অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে দেশের ফুটবলে নবজাগরণের সূত্রপাত করা এই ক্ষুদে ফুটবলারদের কদর মোটেও বুঝতে পারছে না ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের তাদেরই শিক্ষকরা। আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবর্ধনা ও সাফ ফুটবলের চ্যাম্পিয়নশীপ খেলার ক্যাম্প ব্যস্ততার কারণে স্কুলের ৪৫তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলতে অস্বীকৃতির কথা জানানোর পরই দেশের জন্য অনন্য গৌরব বয়ে আনা ফুটবলারদের ভাগ্যে জুটেছে পুরস্কারের বদলে তিরস্কার। এমনকি ওই বিদ্যালয় পড়–য়া জাতীয় দলের ৯ নারী ফুটবলারকে টিসি দেয়ারও হুমকি দিয়েছেন বিদ্যালয়টির শরীরচর্চা শিক্ষক জোবেদ আলী তালুকদার। বুধবার দুপুরে প্রকাশ্যে এমন হুমকি দিয়েই ক্ষান্ত হননি, দ্বিতীয় গোলরক্ষক তাসলিমার বাবা সবুজ মিয়াকে রাতে মারপিটও করেছেন তিনি। এ ঘটনায় গতকাল সকালে তাসলিমার বাবা শরীর চর্চা শিক্ষক জোবেদ আলীকে আসামি করে একটি মামলা দায়ের করে বলে জানান ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
অসাধারণ কীর্তি গড়া বাংলাদেশের মেয়েরা ঘরে ফিরেও উল্টো বিদ্যালয়ের শিক্ষকের এমন আচরণে হতবাক শিক্ষার্থীরা। এ নিয়ে তুমুল সমালোচনার পর গতকাল বিকেল সোয়া ৫টার দিকে স্থানীয় কলসিন্দুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির এক জরুরি সভায় অভিযুক্ত শরীরচর্চা শিক্ষক জোবেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। কলেজের প্রিন্সিপাল জালাল উদ্দিন জানান, প্রায় দু’ঘণ্টাব্যাপী এ সভায় শরীরচর্চা শিক্ষক জোবেদ আলী তালুকদারকে সাময়িক বরখাস্তের পাশাপাশি ঘটনাটি তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই শিক্ষককে এ বিষয়ে জবাব দেয়ার জন্যও বলা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টিমে খেলছেন গারো পাহাড়ের কোলঘেষা গ্রাম কলসিন্দুরের ৯ ফুটবলার। এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে অপরাজেয় থেকে গত মঙ্গলবার বাড়ি ফিরেছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। কিন্তু বাড়ি ফেরার একদিন পরেই সেই আনন্দ যেন ফিঁকে হয়ে আসছে। আগামী ১৬ সেপ্টেম্বর গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে কুমিল্লা যাচ্ছে কলসিন্দুর উচ্চ বিদ্যালয়। এ প্রতিযোগিতায় নিজেদের বিদ্যালয়ের হয়ে খেলতে সানজিদা-মার্জিয়া-তাসলিমা ও তহুরাদের ওপর চাপ প্রয়োগ করতে থাকে বিদ্যালয়ের শিক্ষকরা। এজন্যই বুধবার বিকেলে বিদ্যালয়ে নিজেদের অভিভাবকসহ ডেকে আনা হয় ৯ নারী ফুটবলারকে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের দ্বিতীয় গোলরক্ষক তসলিমা জানান, শিক্ষকদের তলবে অভিভাবকদের সঙ্গে নিয়ে তারাও গিয়েছিলেন নিজেদের বিদ্যালয়ে। কিন্তু ১৭ সেপ্টেম্বর ঢাকায় বাফুফে সংবর্ধনা। এজন্য ১৬ সেপ্টেম্বরই ঢাকা যেতে হবে। নভেম্বরের সাফ ফুটবলের ক্যাম্পও শুরু হবে ক’দিন বাদেই। এসব বিষয় তুলে ধরলে উল্টো শরীরচর্চা শিক্ষক জোবেদ আলী ক্ষেপে যান। অভিভাবকদের বলেছেন, ‘বন্ড সই দিয়ে আপনাদের মেয়েদের নিয়ে যান। ওরা আর কোনদিন স্কুলে পড়া তো দূরের কথা, নাম নিলেই ওদের জুতাপেটা করে দাঁত ভেঙ্গে দেয়া হবে।’ উদ্বিগ্ন তসলিমা বলেন, ‘সামনে আমাদের কয়েকজনের টেস্ট পরীক্ষা। যদি আমাদের রেজিস্ট্রেশন না করে টিসি দিয়ে দেয় তাহলে তো আর এসএসসি পরীক্ষা দেয়া হবে না।’ তাসলিমার বাবা সবুজ মিয়া’র অভিযোগÑ ‘না খেললে আমগর মেয়েগরে বিদ্যালয় থেইক্ক্যা বাইর কইরা দিবার হুমকি দিছে জোবেদ স্যার। আমারেও মারপিট করছে। আমি পুলিশরে জানাইছি।’ একই অভিযোগ জানিয়ে নাজমার বাবা আবুল কালাম বলেন, ‘মাস্টাররা আমগরে ডাইক্যা নিয়া অপমান করছে। মাইয়াগরে বহিষ্কার করবার হুমকি দিছে।’ সেরা এগারতে খেলা গোলকিপার মাহমুদা আক্তারও জানান একই কথা।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জোবেদ আলী তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জামান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।



 

Show all comments
  • Hasan ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৪৩ পিএম says : 0
    ar jonno jara dai tader kothor punishment chai
    Total Reply(0) Reply
  • Jabbar ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫৬ পিএম says : 0
    Ki hosse asob ?
    Total Reply(0) Reply
  • আসমা ৯ সেপ্টেম্বর, ২০১৬, ৩:২২ পিএম says : 0
    অভাবনীয় সাফল্যের পুরস্কারও অভাবনীয় !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভাবনীয় সাফল্যের এ কি পুরস্কার?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ