Inqilab Logo

মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ যিলক্বদ ১৪৪৪ হিজরী

চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের হুমকি ভারতের

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় বাজেট, লভ্যাংশের ভাগাভাগি, দ্বিস্তর বিশিষ্ট টেস্ট, আইসিসি থেকে মোড়লগিরির অবসান এবং সর্বশেষ নতুন কমিটিতে ভারতের প্রতিনিধিত্ব না থাকায় ক্ষোভে ফুঁসছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের অপদস্থ করা হয়েছে দাবি করে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার চিন্তা করছে ভারত। বিসিসিআই সচিব অজয় শিরকে ক্ষোভ জানিয়ে বলেন, ‘অর্থ, বাণিজ্য ও নির্বাহী কমিটিতে আমাদের কোনও প্রতিনিধিত্ব নেই। আর এসব কমিটিতেই সব সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্য দিয়ে আমাদের চরমভাবে অপদস্থ করা হয়েছে।’ তাই পরিস্থিতি থেকে উত্তরণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাই জানালেন বিসিসিআই এর কর্তা, ‘আমরা আইসিসিকে বলবো, হয় পরিবর্তন করো না হলে আমাদের ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে যা যা করা দরকার সবই করবো। হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলবো না।’
কঠোর পদক্ষেপের কথা বললেও এখনও পরিস্থিতি নাগালের বাইরে যায়নি। সেক্ষেত্রে সময়ই বলে দেবে কী করবে বিসিসিআই ও আইসিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের হুমকি ভারতের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ