Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে করোনা পরবর্তী জটিলতায় চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২১, ১:১০ পিএম

চট্টগ্রামে করোনা পরবর্তী বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ডা আবদুল লতিফ (৬৫) নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ২০ জন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। আবদুল লতিফের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন। চাকরি সূত্রে একসময় মধ্যপ্রাচ্যে অবস্থান করলেও সর্বশেষ কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা দিতেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও করোনা মোকাবেলায় স্বাচিপের গঠিত কমিটির বিভাগীয় সমন্বয়কারী আ ম ম মিনহাজুর রহমান সাংবাদিকদের জানান, আবদুল লতিফ করোনায় আক্রান্ত ছিলেন। পরে অবশ্য নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। কিন্তু করোনার জটিলতা তিনি কাটিয়ে উঠতে পারেননি। এছাড়া তার হৃদরোগসহ আরও জটিলতা ছিল।করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রাতে আইসিইউতে মারা যান বলে জানিয়েছেন মিনহাজুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ