মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মুসলিমদের প্রথম ক্বিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার খতীব ও জেরুসালেমের সাবেক গ্র্যান্ড মুফতী শায়েখ ইকরামা সাবরি ঘোষণা করেছেন, যেসব ফিলিস্তিনি মুসলিম বাসিন্দা তাদের জমি ইসরাইলের ইহুদিদের কাছে বিক্রি করবেন, তাদের মুসলিম কবরস্থানে দাফন করা হবে না। বৃহস্পতিবার পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের কাছ থেকে এক ইহুদি সংগঠনের কেনা ১৫ অ্যাপার্টমেন্টে নতুন ১৫ ই্হুদি পরিবারের অভিবাসনের পর তিনি এই ফতোয়া জারি করেন।
আতেরেত কোহানিম নামের ওই ইহুদি সংগঠন পূর্ব জেরুসালেমের সিলওয়ান মহল্লায় ওই ১৫ অ্যাপার্টমেন্ট কিনে নেয়। সংগঠনটি পূর্ব জেরুসালেমে ইহুদি উপস্থিতি বাড়ানোর জন্য কাজ করে আসছে।
ফতোয়ায় একইসাথে ইহুদিদের কাছে জমি বিক্রি করা ব্যক্তিদের সাথে ব্যবসায়িক ও বৈবাহিক সম্পর্ক স্থাপনের নিষেধ করা হয়।
এদিকে ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর পাহারায় ইহুদি পরিবারগুলোকে সিলওয়ানের ফিলিস্তিনিদের কাছ থেকে কেনা তিনটি ভবনে নিয়ে যাওয়া হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার আতেরেত কোহানিমের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রি করার জন্য তিন পরিবার তাদের ছেলেদের তাজ্য করেছে। সূত্র: জেরুসালেম পোস্ট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।