Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে গেলো আরো ৩ লাখ ডোজ করোনা টিকা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ৮:৩৪ এএম

চট্টগ্রামে এসেছে আরো তিন লাখ ছয় হাজার ডোজ করোনার টিকা। শুক্রবার সকালে এসব টিকা ঢাকা থেকে চট্টগ্রাম এসে পৌঁছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন। সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে চট্টগ্রামে প্রথম দিনে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন চার হাজার ৫৯৮ জন। বৃহস্পতিবার মহানগরীর ১০টি এবং ১৪ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হয়। মজুদ থাকা ৫০ হাজার ডোজ করোনার টিকা নিয়ে দ্বিতীয় ডোজ শুরু করা হয়। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, প্রথমদিনে চট্টগ্রাম মহানগরীতে দুই হাজার ৬৩ জন এবং ১৪ উপজেলায় দুই হাজার ৫৩৫ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮০১ জন। এর মধ্যে মহানগরীর ৫০০ জন এবং উপজেলাগুলোতে ৩০১ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন মোট চার লাখ ৩৫ হাজার ৪১৬ জন। চট্টগ্রামে টিকার প্রথম ডোজের জন্য এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে পাঁচ লাখ ২১ হাজার ১৬৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ