Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গার্মেন্টস মালিকের বাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানার মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা কারখানা মালিক ও তার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে পালিয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরআগে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ডিসান গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আহছান মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি বিজিএমই এর স্টান্ডিং কমিটিরও (ডিআইএফই) চেয়ারম্যান।
আহছান মিয়া জানান, গভীর রাত আনুমানিক ২টার দিকে ১০/১২ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত সীমানা প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢুকে আমাকে ও আমার মা মল্লিকা বানুকে (৯০) অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে ফেলে।
তিনি আরো জানান, পরে ডাকাতরা চাবি নিয়ে সিন্দুক, আলমারি ও ওয়ারড্রপ খুলে হিরার আংটি, স্বর্ণালঙ্কার, রৌপ্যসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। ঘণ্টাব্যাপী এ লুটপাটের সময় পুরো বাড়ি তছনছ করে ডাকাতরা।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আহছান মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ