Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে চেনকপ্পা পড়ে সুরমাসেতুর ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ৯:১৪ পিএম

সুনামগঞ্জের ছাতকে নির্মাণাধীন সুরমা নদীর উপর সেতুর কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নবী হোসেন (২০) নামের এক ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের বাঁশখলা এলাকার আবুল লেইছের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় নির্মাণাধীন ছাতকে সুরমা সেতুর নীচে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নির্মাণাধীন সেতুর নীচে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শ্রমিক নবী হোসেন। হঠাৎ সেতুর উপর থেকে একটি চেনকপ্পা ছিড়ে তার উপর পড়ে গিয়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট তৈরী শেষে বুধবার সকালে মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুনামগঞ্জ

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ