Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সেনবাগে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ৬:৫৮ পিএম

সেনবাগে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ অর্জুনতলা গ্রামের হাজী আবদুল ওয়াদুদ মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবিদা ইউসুফ (৮), একই এলাকার আবু ইউসুফ জীবনের মেয়ে। সে স্থানীয় জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

নিহতের ভগ্নীপতি স্বপন জানান, আজ দুপুরের দিকে আবিদা সমবয়সী বাচ্চাদের সাথে বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় সে অন্য বাচ্চাদের অগোচরে পুকুরে ডুবে যায়। এ ঘটনার কিছুক্ষণ পরে ছোট ছোট বাচ্চারা ঘরে এসে এ ঘটনা জানায়। সাথে সাথে বাড়ির লোকজন ও নিহতের পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ করে ২০-২৫ মিনিট পরে আবিদার মরদেহ পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, আমি গণমাধ্যম কর্মীদের কাছ থেকে এ বিষয়ে অবগত হয়েছি। খোঁজ নিয়ে পরে আমি এ বিষয়ে বিস্তারিত জানাবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ