বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাহে রমজান উপলক্ষে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে খেজুর-ছোলাসহ ৬টি পণ্য বিক্রি করছে রাজশাহী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য। টিসিবির রাজশাহী কার্যালয়ের গুদাম কর্মকর্তা বলেন, মাহে রমজান উপলক্ষে টিসিবির পণ্য দিচ্ছে সরকার। চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, খেজুর, ছোলা, পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। চলবে পুরো রমজান পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- রাজশাহী জেলা ও মহানগর মিলে ২৬টি পয়েন্ট ডিলার পণ্য বিক্রি করছে। নগরীর মধ্যে রাজশাহী নগরের কোর্ট স্টেশন, তালাইমারী, নওদাপাড়া, চিড়িয়াখানার সামনে, সাহেববাজার ভুবন মোহন পার্কে। আজ বুধবার থেকে চারটি বেড়ে ৩০টি পয়েন্ট টিসিবির পণ্য বিক্রি করবে ডিলাররা।
অন্যদিকে, নগরীর পয়েন্টগুলোতে টিসিবির পণ্য কিনতে ভীড় লক্ষ্য করা গেছে। সবার মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরুত্ব নিশ্চিতের বিষয়টি মানতে দেখা যায়নি। অনেকটাই পাশাপাশি দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন। টিসিবির পণ্য ক্রেতা রহিমা বলেন, মাস্ক পরেছি। ফাঁকা-ফাঁকা দাঁড়িয়ে ছিলাম। জিনিস দেওয়ার শুরুর পরে পাশপাশি হয়ে গেছে সবাই।
টিসিবির রাজশাহী কার্যালয়ের গুদাম কর্তকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, টিবিসির পণ্য বিক্রিতে কোনো ধরনের প্যাকেট নেই। প্যাকেট আকারে বিক্রির অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।