রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলী আফসার নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী আফসার বরপা এলাকার মৃত আমিনুদ্দিন মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আলী আফসার এলাকার একজন বড় মাদক ব্যবসায়ী। ২০১১ সালে আলী আফসারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার ৩ বছরের সাজা প্রদান করা হয়। এর পর থেকেই আলী আফসার পলাতক। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরপা এলাকা থেকে আলী আফসারকে গ্রেফতার করে পুলিশ। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
তিন মাদক বিক্রেতা আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেনসিডিলসহ সুমন, মাহমুদ, রুবেল নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে প্রাইভেট কারসহ ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতরা হলেনÑ ব্রক্ষ্মণবাড়িয়া জেলার সরাইলপাড়া এলাকার হামদু মিয়ার ছেলে সুমন মিয়া, আখাউড়া থানার সুলতানপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মাহমুদ, আখাউড়া থানার ওমেদপুর এলাকার মৃত রহমান মিয়ার ছেলে রুবেল মিয়া। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর হোসেন জানান, উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে প্রাইভেটকারে ঢাকা যাওয়ার সময় ৭০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে পুলিশ। এসময় পুলিশ মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।