Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

প্রায় ১৪ বছর পলাতক থাকার পর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গরগরিয়া মাস্টার বাড়ি এলাকা থেকে সোমবার গভীর রাতে অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: বাবুল মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। সে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের বড় গরদী গ্রামের ছোট্ট মিয়ার ছেলে। জানা গেছে, ২০০২ সালের ১১ জানুয়ারি রাতে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের গরদী গ্রামের আছর জমা খানের কন্যা গৃহবধূ সখিনা খাতুনকে (২০) কয়েকজন অপহরণ করে ধর্ষণ করে। ভিকটিম নিজেই বাদি হয়ে ১২ জানুয়ারি ৪ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ওই বছরের ২৮ মার্চ আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের অনুপস্থিতিতেই ২০১৫ সালে যাবজ্জীবন কারাদ- তৎসহ ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদ- প্রদান করেন। গতকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ