বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর ৬, দেলদুয়ার ৫, সখীপুর ২, কালিহাতী ১, ঘাটাইল ১ ও গোপালপুর উপজেলায় ৬ জন মোট ২১ জন।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ হাজার ১৭৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৩ হাজার ৮৩৪ জন। এ পর্যন্ত জেলা মোট মৃত্যুবরণ করেছে ৬৭ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ১৭৭টি নমুনা প্রেরণ করা হয়। এদের মধ্যে ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৮৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে।
এদিকে টাঙ্গাইল করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে সর্বমোট ২১৬ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হয়। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ২১৬ জন। উন্নত চিকিৎসার জন্য সর্বমোট রেফার্ড করা হয়েছে ৫৪ জনকে। বর্তমানে টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে ৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।